Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও ছবি এডিট করে অপপ্রচার করায় যশোরে মামলা

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০২:২৭:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক :  প্রথমে বিদেশে পাঠানোর নামে প্রতারণা এবং পরে বিভিন্ন ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় নীল হাসান (২৯) নামে এক যুবকের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে। নীল হাসান ঢাকার কদমতলী থানার চাকদাহ এলাকার কাজী ইসমাইলের ছেলে। বর্তমানে সে ঢাকার শ্যামপুর পোস্তগোলা এলাকার বাসিন্দা।
আর মামলাটি করেছেন যশোর শহরের খড়কী বামনপাড়ার আকবর আলীর ছেলে রিপন আহমেদ (৩৯)।
রিপন এজাহারে উল্লেখ করেছেন, তিনি ২০১৬ সালের মালয়েশিয়ায় যান। সেখানে থাকাকালীন কানাডায় যাওয়ার চেষ্টা করছিলেন। ২০২০ সালে তিনি ফেসবুকে কানাডায় যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে থাকে এমনটি বিজ্ঞাপন দেখেন। তাদের ওয়েব সাইডে ঢুকে যাবতীয় তথ্য অনলাইনে পুরণ করেন এবং আবেদন সাবমিট করার জন্য বিকাশ নম্বরে সাড়ে ৩২ হাজার টাকা দেন। এরপর আসামি তাকে জানায় মালয়েশিয়া থেকে কানাডায় যেতে হলে ১২ লাখ টাকা লাগবে। তিনি রাজি হন এবং বিকাশে মাধ্যমে অগ্রিম ১ লাখ ১৫ হাজার টাকা দেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় হোয়াইটঅ্যাপ, মাসেঞ্জারে ভিডিও কলে কথা বলেন। সে সময় আসামি তার ভয়েস ও ছবি রেকর্ড করে রাখে। পরে সে গুলো এডিট করে একটি মেয়েকে পাশে বসিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তার কাছে মোটা অংকের টাকা দাবি করে। তিনি মানসম্মানের ভয়ে ৮ লাখ টাকা দেন। এরই মধ্যে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এয়ারপোর্টে নামা মাত্রই আসামি কৌশলে তার বাড়িতে নিয়ে যায়। পরে এডিট করা ভিডিও দেখায় এবং কাজী ডেকে বিয়ে দিবে বলে হুমকি দেয়। ২০ লাখ টাকা কাবিন নামা করা হবে বলে হুমকি দিতে থাকে। তিনি তাদের চাপে পড়ে যোগাযোগ করতে থাকেন। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দিলে আসামি ওই এডিট করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। তিনি যশোরের বাড়িতে বসে গত ১০ এপ্রিল দেখেন। তিনি তাদের গ্রুপ থেকে লিভ নিলেও তার আত্মীয় স্বজনদের মোবাইল ম্যাসেঞ্জারে ছবি পাঠায় এবং নানা ভয় ভীতি দেখায়। ফলে তিনি থানায় মামলা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)