উৎপল বিশ্বাস, নেহালপুর : মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা গ্রাম থেকে ইস্রাফিল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এস আই সুজন মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ইস্রাফিল পাড়ালা গ্রামের শুকুর আলীর ছেলে। তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার নামে মণিরামপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।