শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ব্যাপারে শুক্রবার রাতে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান টিটো (৪৫) ঘটনার দিন তার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ের নির্জন স্থানে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও চুমু খায়। ঘটনাটি ছাত্রী বাড়ি গিয়ে অভিভাবকদের জানালে ছাত্রীর চাচা রেজাউল মৃধা ওই শিক্ষকের বিরুদ্ধে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান মামলাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।