Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ৯ টন গম বিক্রি করে ৬৪ গাড়ি  মাটি দিয়েই প্রকল্পের কাজ শেষ!

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:২০:৩৫ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি-রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের ৯ টন গম বিক্রি করে ৬৪ গাড়ি মাটি দিয়ে প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়েছে। যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য মহিদুল ইসলাম মইফুল এ প্রকল্পের কাজ করেছেন বলে জানা গেছে।

এই কাজের অনিয়ম হওয়ার কারণে গ্রামবাসী বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকেল ৪টার সময় এক সালিশ বৈঠক আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিন আহম্মেদ জানান, চলতি বছর এ বিদ্যালয়ে মাটি ভরাটের জন্য প্রায় ৯টন গমের বরাদ্দ করা হয়। এই প্রকল্পের সভাপতি করা হয় সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য হাজের বেগমকে। এ প্রকল্পের সম্পাদক হন ইউপি সদস্য মহিদুল ইসলাম মইফুল। আমাকে সহ এলাকার কারো না জানিয়ে ইউপি সদস্য মাটি ভরাটের কাজ শুরু করেন এবং দুইদিনের মধ্যে কাজ শেষ করে দেন।  স্থানীয়রা কাজের অনিয়ম হয়েছে দাবি করে আমার কাছে হিসাব চান। 

সালিশে প্রকল্পের সভাপতি হাজেরা বেগম বলেন, আমি শুধু সভাপতি এর বাইরে আমাকে কিছু জানানো হয়নি এবং আমি জানিনা কখন কিভাবে মাটি দেয়া হয়েছে। 

পরে ইউপি সদস্য মহিদুল ইসলাম মইফুল ভুল স্বীকার করে ৩ দিনের মধ্যে বিদ্যালয়ের মাঠে আরো ৪০ গাড়ি মাটি দেবেন বলে জানান। সালিশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আতিয়ার রহমান, টি আর সদস্য সাইফুল ইসলাম ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)