অভয়নগর (যশোর) প্রতিনিধি : জাতীয়তাবাদী শ্রমিক দল নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার নতুন কমিটির অনুমোদন হয়েছে। নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন সভাপতি ও শ্রমিক নেতা এস এম রফিকুজ্জামান টুলুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য পদের মধ্যে কার্যকরী সভাপতি জাহিদুল ইসলাম লাল, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম বাঘা, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ইব্রাহীম হোসেন সরদার, সৈয়দ আলী ও আলমগীর হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক শামসের আলম, হারুন অর রশিদ, মাসুদ রানা ও ফারুক শেখ, দপ্তর সম্পাদক রেজাউল হোসেন রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর ইসলাম বিশ্বাসসহ অনুমোদিত কমিটিতে ৪০ জন সদস্য রয়েছেন।