Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হেরোইন মামলায় বেজপাড়ার মাদক ব্যবসায়ী তাইজেলের যাবজ্জীবন

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০২:৪৭:৪২ পিএম

নিজস্ব প্রতিবেদক: হেরোইনের মামলায় যশোর শহরের বেজপাড়ার মাদক ব্যবসায়ী তাজেম ওরফে তাজিম ওরফে তাইজেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্ত রানী দাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। তাইজেল বেজপাড়ার নলডাঙ্গা রোডের মৃত শাহেদ আলী মৃধার ছেলে। সাজাপ্রাপ্ত তাইজেল জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি এসএম আব্দুর রাজ্জাক।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২৫ নভেম্বর সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে একটি দল চাঁচড়া চেকপোস্ট এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশী করে। বেনাপোল থেকে ছেড়ে আসা একটি বাস রাত ৯টার দিকে চেকপোস্ট এলাকায় আসলে থামানো হয়। এ সময় বাস তল্লাশীকালে তাইজেলকে সন্দেহজনকভাবে আটক করা হয়। এ সময়  তার দেহ তল্লাশীর সময় ডান পায়ের উরুতে বিশেষ কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক রাউন্ড গুলি ভর্তি একটি ওয়ান শ্যুটারগান ও বাম পায়ে কসটেপ দিয়ে মোড়ানো একটি টোপলায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই জামাল উদ্দিন বাদী হয়ে আটক তাইজেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি তাইজেলকে অভিযুক্ত করে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান।

মাদক মামলা দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি তাইজেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)