নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলের নড়াগাতী থানার পাটনা গ্রামে লিচু গাছে মশারি টানাতে গিয়ে গাছ থেকে পড়ে সুশেন রায়ের (৪৬) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সুশেন রায় পাটনা গ্রামের বাবু রায়ের ছেলে। তিনি লোহাগড়া উপজেলায় কোম্পানিতে চাকরি করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পাকা লিচুতে পাখির উপদ্রব ঠেকাতে সুশেন শুক্রবার দুপুরে নিজেদের গাছে বড় আকারের মশারি টানাতে যান। এ সময় লিচুর ডাল ভেঙে নিচে পড়ে ইটে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবারসহ গ্রামে শোকের ছায়া বিরাজ করছে। লিচুর মৌসুমে গাছ থেকে পড়ে মৃত্যুর খবর নড়াইলে প্রথম বলে জানা গেছে।