কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সাংবাদিক সোহেল জোয়ারদারের উপরে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কেশবপুর থানায় মামলার বিবরণ সূত্রে জানাগেছে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের শাহাদাত হোসেন জেয়াদ্দারের পুত্র সোহেল জোয়ারদার এলাকার মুস্তাক বাহিনীর কতিপয় ব্যক্তির বিরুদ্ধে দখলবাজি, ভাঙচুর, ঘেরলুট ও চাঁদাবাজির তথ্য সংগ্রহ করেছিল। এই অভিযোগ তুলে গত ১৮ মার্চ রাতে বাড়ি ফেরার পথে উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আজিবর গাজীর ছেলে ইমরান গাজী (৩৫), মৃত আবুল হোসেন শেখের ছেলে তবিবুর রহমান (২৯),শাহবাজ বিশ্বাসের ছেলে শাহীন বিশ্বাস(৩২), মৃত সোহরাব হোসেন বিশ্বাসের ছেলে সাদ্দাম হোসেন বিশ্বাস (২৭), সামাদ হোসেন সরদারের ছেলে ফারুক হোসেন সরদার (৩৬) মিলে তাকে পাথরা গেটের হাট বাজার থেকে তাকে তুলে পাশে এক বলখেলা মাঠে নিয়ে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সোহেল জোয়ারদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিকেলে শহরের ত্রিমোহীনি মোড় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে । এসময় বক্তৃতা করেন কেশবপুর উপজেলা খেলাঘর আসরের পরিচালক আব্দুল মজিদ বড়ো ভাই, সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, মানব মন্ডল, সাংবাদিক সোহেল পারভেজ এর পিতা আলহাজ শাহাদাৎ হোসেন প্রমুখ।