Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় সুমন হত্যায় মামলা,দুই আসামি গ্রেফতার

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:২৪:৫৩ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলার পিপরাইল গ্রামের সুমন মোল্যাকে গুলি করে হত্যা ঘটনায় তার পিতা রকিব উদ্দিন মোল্যা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে ফুলতলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামী মমিন গাজী ও মিনারুলকে গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলতলা থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান বলেন, পিপরাইল গ্রামের নিহত সুমন মোল্যার পিতার দায়েরকৃত মামলার প্রধান আসামী একই গ্রামের নাজিম গাজী ওরফে নয়েক গাজীর পুত্র মমিন গাজী (২৯) কে র‌্যাব-৬ যশোর এলাকা থেকে গ্রেফতার করে ফুলতলা থানায় হস্তান্তর করে। পুলিশ তাকে হত্যা ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং জড়িত অন্যদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে।এছাড়া মামলার এজাহারভুক্ত আসামী ডাউকোনা গ্রামের আব্দুল লতিফের পুত্র মিনারুল (২৭) কে গ্রেফতার করে বৃহস্পতিবার জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার মোটিভ, ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অন্য আসামীদের গ্রেফতারের তৎপরতা চলছে। নিহত সুমন মোল্যা ও মমিন গাজী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য। তারা একই সাথে মাদক কারবারী, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, চোরাই নৌকা ও স্যালোমেশিন ক্রয় বিক্রয় করত। টাকা ভাগাভাগি ও আধিপাত্যর বিস্তারকে কেন্দ্র করে তারা বিরোধে জড়িয়ে পড়ে। তারই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার দুপুরে পিপরাইল দাস পাড়া এলাকায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে সুমনকে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিভলবারের এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড মিস ফায়ার গুলি উদ্ধার করে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)