নিজস্ব প্রতিবেদক: যশোরের প্রয়াত সাংবাদিক কমর আহমদের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার ছিল তার পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২৩ এপ্রিল তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কমর আহমদ শহরের বেজপাড়া মেইন রোডের বাসিন্দা নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ও ভাষা সৈনিক মৃত আমির আহমদের ছেলে। তিনি দৈনিক কল্যাণ, দৈনিক যশোর পত্রিকায় কাজ করেছেন। কমর আহমদ যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও নগর বিএনপির সহসভাপতি কাওছার আহমদ এবং বণিক বার্তার যশোর প্রতিনিধি আবদুল কাদেরের সহোদর।