ক্রীড়া প্রতিবেদক : যশোরে মঙ্গলবার শুরু হয়েছে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ হয়েছে। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জয় পেয়েছে এসএস ক্রিকেট একাডেমি ও ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। এসএস ক্রিকেট একাডেমি ৮উইকেটের ব্যবধানে ঝিকরগাছা ক্রিকেট একাডেমিকে ও ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট একই ব্যবধানে মুসলিম ফ্রেন্ডস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর শাখার এ টুর্নামেন্টের আয়োজন করেছে। এদিন সকালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এসএস ক্রিকেট একাডেমি ও ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। টস জিতে প্রথম ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় ঝিকরগাছার দলটি। আমিনুর রহমান ও মুকুল হাসানের ওপেনিং জুটি ৪৫ রানের হলেও তা টি-২০ সুলভ ছিল না। তবে মিডল অর্ডার ব্যাটার আরিফ খান জয় ও হাবিবুল বাশারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান করে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। ব্যাট হাতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির আমিনুর রহমান ৪১ বলে ২৩, মুকুল হোসেন ১৭ বলে ১৯, রনি ১১, হাবিবুল বাশার ১১ বলে ২টি চার ও একটি ছয়ে ২১, আরিফ খান জয় ২৪ বলে ২টি চার ও ৩টি ছয়ে ৩৮ রান করেন। বল হাতে এস এস ক্রিকেট একাডেমির অরন্য পলক ৪ ওভারে ২২ রানে ২টি এবং একটি করে উইকেট পান শাপানুর তামিম, ফয়সাল ইমামী গোল্ড ও শাহাবুদ্দিন ইসলাম । জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার চার বলে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে এস এস ক্রিকেট একাডেমি। ব্যাট হাতে মিরাজ মামুন ৫১ বলে ৫টি চার ও ৫টি ছয়ে অপরাজিত ৭০, আরিয়ান সুজন ৩১ ও শেখ আকাশ অপরাজিত ২০ রান করেন। বল হতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির হাবিবুল বাশার ও আরিফ খান জয় নিয়েছেন ১টি করে উইকেট। দ্বিতীয় ম্যাচে অংশ নেয় ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট ও মুসলিম ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি। টসে জিতে মুসলিম ফ্রেন্ডস ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০১ রান। মুসলিম ফ্রেন্ডসের সাজ্জাদ হোসেন ২৮ বলে ২টি চার ও ১ টি ছয়ে ২৭, ওহিদুল ২৯ বলে ৬টি চারে ৩২ ও আলিফ অপরাজিত ১৪ রান করেন। বল হাতে নাইমুর রহমান কৌশিক ৪ ওভারে ১৯ রানে তিনটি, সাদ আহমেদ ২টি ও ইয়াছিন নিয়েছেন একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দলীয় অধিনায়ক আশিকুল ইসলাম নিলয়ের ঝড়ো ব্যাটিংয়ে ১১ ওভার এক বলে ২টি উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের ব্যাটিং ইনিংসে জুনায়েদ হোসেন ২০, আশিকুল ইসলাম নিলয় ৪৭ বলে ৪টি চার ও ৭টি ছয়ে ৬৮ রান করেন। বল হাতে মুসলিম ফ্রেন্ডসের পক্ষে একটি মাত্র উইকেট নিয়েছেন আশরাফি মাহমুদ। সকালে খেলা শুরুর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এজেডএম সালেক। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার সহসভাপতি আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খান মোহাম্মদ শফিক রতন, সাবেক সভাপিত খায়েরুজ্জামান বাবু, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লব। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ পরিষদের সদস্য লাবু জোয়ার্দ্দার। এ প্রতিযোগিতায় ঢাকার টাইগার ক্রিকেট একাডেমি ছাড়াও যশোরের এস এস ক্রিকেট একাডেমি, যশোর ক্রিকেট কোচিং সেন্টার, মণিরামপুর ক্রিকেট একাডেমি, ঝিকরগাছা ক্রিকেট একাডেমি, ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট, উপশহর ক্রিকেট একাডেমি ও মুসলিম ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করছে।