মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও পাবলিক লাইব্রেরির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামানের মা আনোয়ারা বেগম রোববার বিকেলে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি..........রাজেউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। এদিন মাগরিববাদ মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা এবং রাতে উপজেলার পারখাজুরা গ্রামে দ্বিতীয় নামাজে জানজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে স্বামী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়, পারখাজুরা গ্রামের সোলায়মান হোসেনের স্ত্রী ও অধ্যাপক কামরুজ্জামানের মা আনোয়ারা বেগম রোববার বিকেলে পৌরশহরের তাহেরপুর এলাকার বাড়িতে হঠাৎ বুকে ব্যথা অনুভূত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান। এদিকে কামরুজ্জামানের মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুরূপভাবে সমবেদনা জানান পাবলিক লাইব্রেরির সভাপতি ইউএনও নিশাত তামান্না, সম্পাদক সহকারী অধ্যাপক মহিবুল্লাহ মনু, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান প্রমুখ।