ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাড. শাহ আনোয়ারুল করীর সহ নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত সভাপতি অ্যাড. শাহ আনোয়ারুল করীর, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নূর মোহাম্মদ, হাসেম আলী, কামাল হোসেন, খলিলুর রহমান, মাস্টার মনিরুজ্জামান মিন্টু, সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ। কমিটির অন্যান্য সদস্য হলেন, সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুল বারী, অভিভাবক সদস্য খলিলুর রহমান ও শিক্ষক প্রতিনিধি মাস্টার মফিজুর রহমান।