ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার পল্লীতে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামে।
এদিন সকালে দুই ভাই বোন খেলা করছিল। এরই একপর্যায়ে অসাধনতাবসত সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন হোসেন (৩) ও জহির হোসেনের মেয়ে মেহেরিমা খাতুন (৩) বাড়ির পাশের পুকুরে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃত দুই শিশুর লাশ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাগরিববাদ জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে ।