ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টায় ফকিরহাট ডাকবাংলা মোড়স্থ ছাত্রশিবিরের কার্যালয়ে উপজেলা (পূর্ব) শাখা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অর্ধশতাধিক পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়।
ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু আইউব আনছারির সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার প্রকাশনা সম্পাদক শুয়াইব শেখ, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, ইসলামী ছাত্রশিবির টঙ্গী (পশ্চিম) শাখার সভাপতি আরাত হুসাইন, ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি আনাস হুসাইন।