Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ভারত থেকে ৪শ’ পণ্যবাহী ট্রাক প্রবেশ

৮দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৮:১৮:৩২ এম

 

 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শনিবার (৫ এপ্রিল) দুপুর থেকে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। এদিন ৪শ’ পণ্যবাহী ট্রাক ভারত থেকে বেনাপোলে প্রবেশ করেছে। যার মধ্যে ১২০ ট্রাক পণ্য রয়েছে পচনশীল। সাধারণ পণ্য রয়েছে ২৮০ ট্রাক। তবে কাস্টমস ও বন্দরের কার্যক্রম আজ রোববার (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হবে। টানা ছুটিতে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। শনিবার দুপুর থেকেই শুরু হয় আমদানি-রফতানি বাণিজ্য। ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও যানজট রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ঈদে টানা ৮ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিল না। যাতায়াতকৃত যাত্রীদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান, ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। শনিবার দুপুর  থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি। এদিন ৪শ পণ্যবাহী ট্রাক ভারত থেকে বেনাপোলে প্রবেশ করেছে। যার মধ্যে ১২০ ট্রাক পণ্য রয়েছে পচনশীল। সাধারণ পণ্য রয়েছে ২৮০ ট্রাক।

আজ রোববার বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হলে ফিরে আসবে বন্দরের কর্মচাঞ্চল্য। পণ্য খালাস শুরু হলে যানজটও কমে আসবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)