মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যেগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ বারের প্রতিপাদ্য বিষয় “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” দিবসটি পালন উপলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ এলাকায় এক র্যালী, অলোচনা সভা ও ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
অলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইভালিন রিতু, উপজেলা জামায়াত আমীর মো. সাহদাৎ হোসাইন, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. জাহাঙ্গীর কবির, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি আব্দুল্লাহ আল নূর, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ।