Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে’

এখন সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৫, ০৫:০৭:৫৭ পিএম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়া ও খেলাধুলায় মনোযোগী হতে হবে। যে সকল শিক্ষার্থী খেলাধুলায় মনোযোগী হয়, তারা কখনই বিপদগামী হতে পারে না। সেজন্য শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি যত্মশীল এবং আন্তরিক হতে হবে। বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের বিশ্বমানের লেখাপড়া করে বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। স্কুল চলাকালে কোন বহিরাগত বা উঠতি বয়সী তরুণ শিক্ষাঙ্গণ বা তার আশপাশে অবস্থান করতে না পারে কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখা দরকার। ইভটিজিং বা অসদাচরণ করলে তার বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 

মঙ্গলবার দুপুরে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ১২৭ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সেক্রেটারী শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আ. আলিম মোল্যা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলমগীর মোল্যা, বণিক নেতা মাহাবুব আলম মিঠু, ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান, শফিউল্লাহ হাজেরী প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)