আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম জাতীয় বিজ্ঞান, অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। মেলায় আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি দাখিল মাদ্রাসা, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়, দারগাহপুর কলেজিয়েট স্কুল, বদরতলা মাধ্যমিক বিদ্যালয়, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি বালিকা বিদ্যালয়, এপিএস ডিগ্রী কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়, গুনাকরকাটি কামিল মাদরাসা, গুনাকরকাটি শাহ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়, বুধহাটা কলেজিয়েট স্কুল স্টল দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আকতার ফারুক বিল্লাল, উপজেলা একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সেলিম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টল পরিদর্শনকালে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আনিসুর রহমান।