Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে ইউএনও সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, প্রধান শিক্ষককে শোকজ

এখন সময়: সোমবার, ৫ জানুয়ারি , ২০২৬, ০৯:৩১:৪৬ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখায় এক প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। গত সোমবার মাধ্যমিক শিক্ষা অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা শিক্ষা অফিসার আজহার আলী কোটচাঁদপুর উপজেলার শেখ মোজাফ্ফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমানকে এ শোকজ করেন। গত ৫ অক্টোবর ছিল বিশ^ শিক্ষক দিবস। এ উপলক্ষ্যে শিক্ষা অফিসের উদ্যোগে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া। সভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক মশিয়ার রহমান ছুটিতে থাকা উপজেলা নির্বাহী অফিসার উছেন মে সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন। এ ঘটনায় জেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষককে শোকজ করেন। শোকজে ৭ দিনের মধ্যে তাকে সন্তোষজনক জবাব দেয়ার জন্য নির্দেশ দেন।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দের জন্য এ উপজেলার ৭ মাধ্যমিক বিদ্যালয় আবেদন করেন। মন্ত্রণালয়ের বরাদ্দ পেতে হলে নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়ন পত্র আবশ্যক। অথচ একমাত্র জালালপুর মাধ্যমিক বিদ্যালয় ছাড়া বাকী ৬ বিদ্যালয় উপজেলা নির্বাহী অফিসারের ভূয়া প্রত্যয়ন দিয়ে মন্ত্রণালয়ে আবেদন করেন। এ ঘটনায় নির্বাহী অফিসার ক্ষুব্ধ হন। এরই জের ধরে ওই প্রধান শিক্ষক নির্বাহী অফিসারের অবর্তমানে বিশ^ শিক্ষক দিবসে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন। এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা হলে তিনি শোকজের বিষয়টি স্বীকার করেন। প্রধান শিক্ষক মশিয়ার রহমান বলেন, আমার কিছুটা ভুল ছিল তবে আমি শোকজের সন্তোষজনক জবাব দিয়েছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)