Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বেনাপোলে কলেজ ছাত্র রেজওয়ানকে অপহরণ ও গুমের অভিযোগ

পোর্ট থানার সাবেক ওসি অপূর্বসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৫:৩০:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের কলেজ ছাত্র রেজওয়ানকে অপহরণ ও গুমের অভিযোগে বেনাপোল থানার সাবেক ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার অপহৃত রেজওয়ানের ভাই রিপন হোসেন এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যােিজস্ট্রট আদালতের বিচারক জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে বেনাপোল পোর্ট থানার ওসিকে করার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী আলমগীর সিদ্দিকী।

 

আসামিরা হলো, বেনাপোল পোর্ট থানার সাবেক ওসি অপূর্ব হাসান, ওসি (তদন্ত) খন্দকার শামীম আহমেদ ও এসআই নূর আলম।

মামলার অভিযোগ জানা গেছে,  বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে রেজওয়ান বাগআঁচড়া কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্র ছিলেন। ২০১৬ সালের ৪ আগস্ট বেলা ১২টার দিকে তিনি বেনাপোল ভূমি অফিসের পাশে রেজাউলের দোকানে চা পান করছিলেন। এ সময় বেনাপোল পোর্ট থানার এসআই নূর আলম ও অপর একজন মোটরসাইকেল নিয়ে সেখানে আসেন। এরপর তার নাম জিজ্ঞাস করে বলেনÑ তোকেই খুঁজছি। এই বলে তাকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে চলে যান। খবর পেয়ে পরিবারের লোকজন থানায় গেলে ওসি অপূর্ব হাসান তাদের বাড়াবাড়ি করতে নিষেধ করেন। অন্যথায় সবাইকে গুম করা হবে বলে হুমকি দেন।

পরবর্তীতে ৭ আগস্ট রেজওয়ান নিখোঁজ উল্লেখ করে থানায় জিডি করতে গেলে ওসি (তদন্ত) খন্দকার শামীম আহমেদ লেখা সঠিক হয়নি বলে জিডি ফেরত দেন। এরপর নিজের মনমতন একটা জিডি লিখে তা থানা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেন। ওই ঘটনার পর থেকে রেজওয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ রেজওয়ানকে অপহরণের করে হত্যার পর লাশ গুম করে দিয়েছে। আমামিরা প্রভাবশালী হওয়ায় ঘটনার সময় থানায় কোনো অভিযোগ করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় মামলা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)