নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রাজনীতি মানে ক্ষমতায় গিয়ে জুলুম নির্যাতন আর জনগণের অর্থ লোপাট করা নয়। রাজনীতি মানে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করা। বেগম খালেদা জিয়া সেই কাজটি করেছিলেন। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন, মানুষের কষ্ট লাঘব করেছেন। মানুষের জীবন মানের সকল ক্ষেত্রের পরির্বতনে তার অবদান রয়েছে। যার শুরু টা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়া জনকল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। আমাদের অভিভাবক তরিকুল ইসলামও সেই কাজটি করেছিলেন। সে কারণে তাদের বিদায়ের পরও দল মত নির্বিশেষে মানুষ তাদের সকল কাজের স্বীকৃতি দেয়। তাদের জন্য দোয়া করে। আমাদের অভিভাবক এই যশোরে কবর স্থান এবং মসজিদের যেভাবে উন্নয়ন করেছেন, ঠিক একই ভাবে মন্দির এবং শ্বশানের উন্নয়ন করছেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো জীবন গড়তে চাই। সকলেই মিলে আগামী দিনে এই যশোরকে নতুন ভাবে গড়তে চাই। মানুষের কল্যাণে কাজ করতে চাই। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম শরিফুল আনাম আজাদ, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জিয়া স্মৃতি পাঠাগার যশোরের সভাপতি আরিফ হোসেন লতা, নওয়াপাড়া ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ হালদার, খেলাফত মজলিশের নেতা হাফেজ মীর মোহর আলী, পল্লী চিকিৎসক মশিয়ার রহমান, বৈদ্যনাথতলা পূজা মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র প্রমুখ। পরে আপোসহীন দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধু।