Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ভারতের ইছামতি থেকে যুবকের লাশ উদ্ধার

এখন সময়: শুক্রবার, ৯ জানুয়ারি , ২০২৬, ০৩:৫৩:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরের ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশের খোশালপুর অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। নিহত জুয়েল রানা খোসালপুর গ্রামের আনারুল হকের ছেলে। তবে মৃত জুয়েল রানা মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিজিবি জানায়। মহেশপুর ৫৮-বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম বলেন- বুধবার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে শূন্য লাইন হতে দুইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে জমি থেকে ঘাষ কাটতে যায় জুয়েল রানা। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার সকালে তার পরিবারের সদস্যরা বিজিবি’কে জানায় জুয়েল রানাকে খুজে পাওয়া যাচ্ছে না। এরপর বিজিবি সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করে। কিছুক্ষণ পর ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানা অধ্যুষিত একটি অংশে জুয়েল রানার মৃতদেহ পাওয়া যায়। পাশেই ক্ষেতে তার ব্যবহৃত প্যান্ট, শার্ট পাওয়া যায়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মানষিক ভারসাম্যহীনতার কারণে কোনো কারণবশত নদীর পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে স্থানীয়রা বলছে জুয়েলসহ একই গ্রামের তিন যুবক একসঙ্গে সীমান্ত এলাকায় যাতায়াত করত। তারা অবৈধ মালামাল আনার সঙ্গে জড়িত ছিল বলেও তাদের সন্দেহ। স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন- দুপুরে খবর পেয়ে আমরা সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানা অধ্যুষিত একটি অংশে জুয়েল রানার মৃতদেহ দেখতে পাই। তিনি আরও বলেন- শুনেছি জুয়েলসহ কয়েকজন ভারত থেকে অবৈধ মালামাল আনার কাজ করতো। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন,ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)