Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফেলানী হত্যার ১৫ বছর পুর্তি উপলক্ষে যশোরে এনসিপির প্রতিবাদী বিক্ষোভ

এখন সময়: শুক্রবার, ৯ জানুয়ারি , ২০২৬, ০৩:৫২:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পুর্তি উপলক্ষে যশোরে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের ভৈরব চত্বরে এনসিপি জেলা কমিটি এর আয়োজন করে। ভৈরব চত্বরের বিক্ষোভ কর্মসূচিতে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ড.মোহাম্মদ আল জাবীর সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার, আশালতা, জেলা কমিটির সদস্য সজিবুর রহমান, আসমা, আসিফ সোহান, অভয়নগর উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক ইরফান কাদির, সদর উপজেলা এনসিপি নেতা ফরহাদ, যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমান সোহান, সিনিয়র মুখ্য সংগঠক আল শিহাব প্রিয়, জেলা ছাত্রশক্তির প্রতিনিধি অমিত প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেছেন- “ফেলানী হত্যার ১৫ বছর পার হলেও আজও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। সীমান্তে নিরস্ত্র মানুষের ওপর এমন নির্মমতা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন- “ফেলানীর মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক আইন কার্যকর করতে হবে। নইলে এই বিচারহীনতা চলতে থাকলে এমন হত্যাকাণ্ড আরও ঘটবে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ সীমান্তে হত্যা বন্ধ, দোষীদের দ্রুত বিচার এবং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)