Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ দারার

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ১২:১১:৩০ পিএম

 

খুলনা প্রতিনিধি: তেরখাদায় বীর মুক্তিযোদ্ধা একরাম সরদারকে মারধর করার অভিযোগ করেছেন খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা। শনিবার খুলনার খান জাহান আলী রোডে অবস্থিত তার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ঘটনার তীব্র নিন্দা ও তদন্ত পূর্বক শাস্তি দাবি করে তিনি বলেন, ভোটের ঠিক পূর্বে এ ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং মানুষকে ভোট দানে নিরুৎসাহিত করছে। বিষয়টি তিনি প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন ও বীর মুক্তিযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে দারা দেশ ও জাতির স্বার্থে ৭ জনুয়ারির অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের এই প্রত্যাশা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটারদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। আমাদের পক্ষে যারা কাজ করছে, ভোটের স্লিপ দিচ্ছে, মিছিল করছে, যারা ক্যাম্পেইন করছে তাদেরকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। প্রতিনিয়ত তারা হুমকি দিচ্ছে এ কারণে ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)