নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : মণিরামপুরের নেহালপুর-কালিবাড়ী সড়কের কামালপুর ব্রিজের কাছ থেকে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ। শুক্রবার সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জাহাঙ্গীর আলম উপজেলার পাড়িয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য নুুরুল হক দফাদারের ছেলে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম রাতে লিটন ট্রাভেলস পরিবহনের একটি বাস যোগে ঢাকা থেকে মণিরামপুরে আসেন। এরপর তিনি বাড়ি পর্যন্ত পৌঁছাননি। তবে এ যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, তার শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন বা ক্ষত পাওয়া যায়নি। জাহাঙ্গীর আলম ঢাকা কলেজে লেখাপড়া করেছেন। এবছর ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক শেষ করেছেন। সম্প্রতি আরএফএল কোম্পানিতে চাকরি করতেন।
নিহতের শ্বশুর পার্শ্ববর্তী ডাঙ্গামহিষদিয়া গ্রামের ইউপি সদস্য মফিজুর রহমান জানান, তার জামাতা জাহাঙ্গীর আলম ঢাকা কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা শেষ করে ঢাকায় আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে ছুটি নিয়ে জাহাঙ্গীর বাড়িতে আসছিল। রাত দেড়টার দিকে তার সাথে মোবাইলে কথা হয়। তখন জাহাঙ্গীর আলম গাড়িতে আছে বলে তাকে জানায়। সকালে তার মোবাইলে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়। এরপর সাতনল এলাকার স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক তদন্ত করে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’