নিজস্ব প্রতিবেদক: বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে যশোরে বিজয় শোভাযাত্রা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় টাউন হল ময়দান থেকে এই শোভাযাত্রা বের হয় এবং তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় পতাকা নিয়ে এবং নানা সাজে সজ্জিত হয়ে শতাধিক মোটরসাইকেলে চড়ে এই শোভাযাত্রায় অংশ নেয়। সুসজ্জিত একটি খোলা ট্রাকে চেপে সাংস্কৃতিক নেতৃবৃন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন।
এদের মধ্যে ছিলেন বিজয়ের ৫২ বছর উদযাপন পর্ষদের আহবায়ক হাবিবা সেফা, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলাহ্, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপংকর দাস রতন, শ্রাবনী সুরসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।