নিজস্ব প্রতিবেদক : যশোরে এবার ৩ লাখ ৩৩ সহস্রাধিক শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সিভিল সার্জনের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, আগামী ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় উপশহর নিউমার্কেটে অবস্থিত শিশু হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। এদিন বিকেল ৩টা পর্যন্ত জেলার ২ হাজার ২৯৭টি কেন্দ্রের ৩ লাখ ৩৩ হাজার ২০১ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে (৬-১১) মাস বয়সী শিশু ৩৯ হাজার ৯১১ জন এবং (১২-৫৯) মাস বয়সী শিশু ২ লাখ ৯৩ হাজার ২৯০ জন রয়েছে। ৫ হাজার ৫৫৮জন কর্মী কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সিভিল সার্জন আরও বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে কোন গুজব বা অপপ্রচারে কান দেবেন না। নির্ভয়ে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
অন্যান্যের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহকারি তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান
প্রমুখ। কর্মশালায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. অনুপম দাশ।