কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে একটি বিশেষ মতবিনিময়সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে পৌরসভা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আসনটির বর্তমান এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান রাশেদ শমসের, কালীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, সাধারণ সস্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু প্রমুখ। পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল সভা সঞ্চালনা করেন।