সাতক্ষীরা প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সাতক্ষীরা বিশেষ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ চাঁদ মো. আব্দুল আলীম আল রাজী। দুদকের প্যানেল আইনজীবী সাধন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে কনিষ্ঠ শিক্ষকদের এমপিওভুক্ত করাসহ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ওই অধ্যক্ষের বিরুদ্ধে দুদক মামলা করে। এর আগে গত ৩০ অক্টোবর এ মামলায় অপর তিন আসামি সাতক্ষীরা সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস এম আবু রায়হান, দর্শন বিভাগের প্রভাষক নাসির আহম্মেদ এবং হিসাব বিজ্ঞানের প্রভাষক অরুণ কুমার সরকারকে কারাগারে পাঠিয়েছিল আদালত।
মামলা সূত্রে জানা যায়, জাল কাগজপত্র তৈরির মাধ্যমে চার প্রভাষককে এমপিওভুক্ত করে ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস ২০২২ সালের ৯ মার্চ খুলনা সমন্বিত জেলা কার্যালয় মামলাটি করেন। যেটি পরবর্তীতে সাতক্ষীরা বিশেষ আদালতে মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের খুলনা অফিসের সহকারী পরিচালক বিজন কুমার রায় চলতি বছরের ৫ মে মামলার পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৬ অক্টোবর দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।