ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ এমপিসহ ৫ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ^াসের নিকট থেকে নারায়ন চন্দ্র চন্দের পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, আবু সাইদ সরদার, খান আবু বক্কার, প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্যা সোহেল রানা, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, অরিন্দম মল্লিক, সমীর দে গোরা, মেহেদী হাসান রাজা, খান আবুল বাশার প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নারায়ন চন্দ্র চন্দ এমপি ছাড়াও আরো ৪ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তারা হলেন, ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন (স্বতন্ত্র), আশীষ কুমার কর্মকার (স্বতন্ত্র), অ্যাড. সাইফুল ইসলাম (স্বতন্ত্র) এবং বাংলাদেশ জাকের পার্টির মনোনিত প্রার্থী সামাদ শেখ।
আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম ক্রয় ও জমাদানের শেষ দিন।