বিএম আলাউদ্দীন, আশাশুনি : ৫ম বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে নিজ নির্বাচনী এলাকা দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্লা, আলমগীর আলম লিটন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, স ম সেলিম রেজা মিলন, এসএম হুমায়ুন কবীর সুমন, শাহাবুদ্দীন সানা, কৃষকলীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দিন, আশাশুনি সদর ইউনিয়নের পক্ষে ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, বড়দল ইউনিয়নের সভাপতি সুরঞ্জন সানা, সেক্রেটারী আব্দুর রহমান ফকির, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরুজ্জামান বিপুল, এসএম সাহেব আলী, যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিট, তাঁতীলীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলামসহ শতশত নেতাকর্মী।