কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্শীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এসএম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কাজী কাহফিল আরা সজল, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, শ্রমিক লীগের সভাপতি শাহজালাল প্রমুখ।