শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা: পাটকেলঘাটায় কমান্ড স্টাইলে সন্ত্রাসী বাহিনী নিয়ে গাছ কেটে ইট, বালি, খোয়া ও সিমেন্ট মাটি দিয়ে ঢালাই করে রাতারাতি জমি দখল নিয়েছে হাসানুর রহমান হাসান ওরফে মিনিস্টার হাসান নামে এক শিবির ক্যাডার। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, হোটেলে নারী কেলেঙ্কারী, নাশকতাসহ সাতক্ষীরা সদর থানা, পাবনা সদর থানা ও পাটকেলঘাটা থানায় ৯ থেকে ১০ মামলা রয়েছে। হাসানুর রহমান হাসান সাতক্ষীরা জেলার তালা উপজেলার ছাত্র-শিবিরের সাবেক সাধারণ সম্পাদক। রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসানের নেতৃত্বে ৫/৬টা মোটর সাইকেলযোগে একদল সন্ত্রাসী সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের জারিকারক আলমগীর কবিরের পাটকেলঘাটা থানার তৈইলকূপী গ্রামের বাড়িী পৈত্রিক জমিতে মহড়া দিয়ে বিভিন্ন গাছ-গাছালি কেটে ফেলে। পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদের হত্যার হুমকি দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনায় ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তৈইলকুপি গ্রামের আরশাদ গাজীর ছেলে খায়রুলকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে শিবির নেতা হাসান আরও ক্ষিপ্ত হয়ে উঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ চলে আসার পর রাত ৯টা থেকে গভীররাত পর্যন্ত লোকজন ও মিস্ত্রি দিয়ে ইট, বালি, খোয়া ও সিমেন্ট মাটি মিশিয়ে ওই জমি ঢালাই করে দখলে নেয় ।
এদিকে ঘটনার সময় তাৎক্ষণিক জেলা ও দায়রা জজ আদালতের জারিকারক আলমগীর কবির ও তার ছোট ভাইয়ের শ্যালক পেস্টি বেঙ্গল লিমিটেড কোম্পানির সিনিয়র সেলস্ রিপ্রেজেন্টটিভ সাগর হোসেন রোববার ঘটনার রাতে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সামনে ঘটনার বর্ণনা তুলে ধরেন। অভিযোগ করে বলেন, পাটকেলঘাটা থানার তৈইলকূপী গ্রামের মোসলেম সরদারের ছেলে হাসানুর রহমান হাসান ওরফে মিনিস্টার হাসান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার। সে ও তার বড় ভাই মিজানুর রহমান ও ভাতিজা মনতাছুরের নেতৃত্বে রাত সাড়ে ৮ টার সময় ৫ থেকে ৬টি মটরসাইকেল যোগে ১২ থেকে ১৩/১৪ জনের এক দল সশস্ত্র সন্ত্রাসী মহাড়া দিয়ে তাদের বাড়ির পাশ্ববর্তী আধা শতক একটি জমির মেহগনি গাছ ও জমির বেড়া ভাঙচুর করে গাছ কেটে জমি দখল নিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে খায়রুল নামে একজনকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে মিস্ত্রি দিয়ে ওই জমি পাকা ঢালাই করে দখলে নিয়ে নেয়। পরে তার পিতা লিয়াকাত গাজী পাটকেলঘাটা থানায় গিয়ে বার বার পুলিশের দারস্ত হন। এক পর্যায়ে হাসান জমি দখল নিয়ে পাকা ঢালাই করে ঘটনাস্থল ত্যাগ করার পরপর রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছান। হাসানের বিরুদ্ধে মাদক, হোটেলে নারী কেলেঙ্কারী, নাশকতাসহ সাতক্ষীরা সদর থানা, পাবনা সদর থানা ও পাটকেলঘাটা থানায় কমপক্ষে ৯ থেকে ১০ মামলা রয়েছে।
সম্প্রতি নাশকতা মামলায় হাসান জেলা হাজত থেকে জামিনে বের হয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় তার নেতৃত্বে সংগঠিত হচ্ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।
এদিকে কমান্ড স্টাইলে গাছ কেটে জমি দখলের ঘটনায় সোমবার পাটকেলঘাটা থানায় বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতের জারিকারক আলমঙ্গীরের পিতা লিয়াকা গাজী হাসানসহ তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগ পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। কিন্তু সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
জমি দখলের ঘটনায় পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, রাতে দুই বার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তাদের একজনকে ধরে নিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে। এই জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ ছিল।