Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নৌকা পেয়ে শৈলকূপায় এমপি আব্দুল হাই, সংবর্ধনা

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৬:৫৩:১০ পিএম

 

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণার পরদিন ঝিনাইদহের শৈলকূপায় এসেছেন নৌকার প্রার্থী চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।  সোমবার সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ২টার দিকে আরাপপুরে পৌঁছান। এরপর তিনি যান নিজ নির্বাচনী এলাকা শৈলকূপায়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের আগমনকে ঘিরে শৈলকূপায় সর্ববৃহৎ শোডাউন করতে আগে থেকে তার সমর্থকরা ব্যাপক প্রস্তুতি নেয়। এজন্য জেলা শহরের আরাপপুর থেকে গাড়াগঞ্জ পর্যন্ত হাজার হাজার মোটরসাইকেলের শোডাউন নিয়ে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক হয়ে ছাদ খোলা মাইক্রোবাসে তিনি হাত নাড়াতে নাড়াতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। ৫ম বারের মতো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শৈলকূপাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে এক সমাবেশের  আয়োজন করা হয়। বিকেল ৪টার দিকে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

এ সময় তাকে আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শৈলকূপাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবেন। কারণ আমাকে নৌকা দেয়া হলেও আমি শুধুই একজন প্রতিনিধি। নৌকা মার্কায় ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেয়া হবে। তিনি বলেন, আমার আমলে শৈলকূপায় প্রচুর উন্নয়ন হয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আর একবার সুযোগ দিন, আমি আপনাদের জন্য উন্নত ও সমৃদ্ধ শৈলকূপা গড়ে তুলবো।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ নাসরিন লিপি, এমপি কন্যা ফারহানা উর্মি, মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-আহবাক ও বগুড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)