আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা ৩ আসনে (আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ) সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে ৪র্থ বারের মতো নৌকা প্রতীকে মনোনীত করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আশাশুনিতে দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।
এরপর আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডলের নেতৃত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন ও এস এম হুমায়ুন কবীর সুমনের সার্বিক সহযোগিতায় শ শ নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল্যাহেল বাকি বাচ্চু, রাজু আহমেদ পিয়াল, শংকর সরকার, ঈশ্বর চন্দ্র মণ্ডল, মনোরঞ্জন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান বিপুল, ফুলবাবু, তাঁতী লীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল, মৎস্যজীবীলীগের সভাপতি হাবিবুর রহমান, খায়রুল ইসলাম, যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিট, মহানন্দ সরকার, আক্তারুল ইসলাম, দেবব্রত মণ্ডল, জিয়ারুল, কৌশিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা শাওন, মিলন, আশিক প্রমুখ।
অনুরূপভাবে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেনের নেতৃত্বে মোটরসাইকেলে আনন্দ মিছিল বের হয়।