Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে এমপি মিলন আউট, সোহাগ ইন

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৮:০৬:০১ পিএম

 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। প্রথমবারের মতো এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

দলীয় মনোনয়ন ঘোষণার পর বিকেলে শরণখোলা ও মোরেলগঞ্জে সোহাগের কর্মী-সমর্থকরা তাৎক্ষণিক মিছিল ও মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে। বাগেরহাট ৪ আসনে বিগত জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুর পর উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। এমপি নির্বাচিত হবার পর তার কর্মকাণ্ডে বিগত প্রায় চার বছরে নেতাকর্মীসহ স্থানীয় দলীয় জনপ্রতিনিধিদের সাথে দূরত্ব তৈরি হয়। এবার দলীয় মনোনয়ন থেকে বাদ পড়ার পর এলাকায় চলছে উল্লাস, আর তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা করছেন মিষ্টি বিতরণ।

 

বাগেরহাট-৪ শরণখোলা-মোরেলগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও বর্তমান এমপি আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ ১৩ জন। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকার মাঝি হিসেবে সোহাগের নাম ঘোষণা করেন।

নৌকার মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনিত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমরা সবাই নৌকার কর্মী। সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবান জানাই। আমি নৌকা পাওয়ায় অতি উৎসাহী হয়ে আমার কোনো নেতাকর্মী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাটের অন্য তিন আসনের মধ্যে বাগেরহাট- ১ (মোল্লাহাট-ফকিরহাট ও চিতলমারী) আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট- ২ (সদর-কচুয়া) আসনের বর্তমান এমপি বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বর্তমান এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)