বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেকের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট-এসইপি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দরিতালুক কোডেকের নিজম্ব কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাফিজ আক্তার।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কোডেকের উধর্বতন জোনাল ম্যানেজার সুজতাহিদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন, প্রকল্প সম্বন্নয়কারী সৈয়দ মাহাবুবুর রহমান, ডকুমেন্টেশন অফিসার তানভির হোসাইন প্রমুখ।