Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় বাড়িতে আগুন দেয়ার ঘটনায় আদালতে মামলা

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৫:৪৩:৩৭ পিএম

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে বিশ্বরঞ্জন চৌধুরী নামে এক ব্যক্তির বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন ওই ব্যক্তির স্ত্রী সরস্বতী চৌধুরী।

প্রতিবেশী সহিল উদ্দীন গাজীসহ ১৩ জনের নাম উল্লেখ করে তিনি মামলাটি করেছেন।  এ মামলার আইনজীবী প্রশান্ত কুমার মন্ডল জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য থানার ওসিকে আদেশ দিয়েছেন আদালত।

মামলায় বলা হয়েছে, বিশ্বরঞ্জন চৌধুরীর সাথে আসামিদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।  যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আসামিরা বিশ্বরঞ্জনের জমি দখল করার জন্য ১৮ নভেম্বর ভোর ৫টায় তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিলে সরস্বতী ও বিশ্বরঞ্জনকে বেধরক মারধর করলে তারা থানা পুলিশের সহায়তার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকে। এর মধ্যে নজরুল গাজীর নির্দেশে মঞ্জুরুল গাজী ও সহিল উদ্দীন গাজী ঘরে  আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে মামলার বাদী ও স্বাক্ষীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)