মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে সুরক্ষা ও রেফারেলর ওপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার বারইখালী মিম কমিউনিটি সেন্টারে এই ওরিয়েন্টশনের আয়োজন করা হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ম্যানেজার অনিমেষ পাল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন প্রমুখ।