Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাখির মৃত্যু হচ্ছে

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৪:৪১:১৫ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিদ্যুৎ ট্রান্সফরমার বক্সের তারে স্পৃষ্ট  হয়ে মৃত্যু হচ্ছে পাখিদের। পাইকগাছা পৌর বাজারের থানা রোডে নিউ ভাই ভাই এ্যালুমিনিয়াম দোকানের সামনে বিদ্যুতের খুটিতে তিনটি ট্রান্সফরমার আছে। এখান থেকে বিভিন্ন দোকানে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এ খুটির মাথায় ট্রান্সফরমার ও তারে প্রতিদিন নানা প্রকারের পাখি বসে। তবে উত্তর পাশের একটি তারে পাখি বসলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাখির মৃত্যু হয়ে নিচে পড়ছে। প্রতিদিন কোন না কোন পাখির মৃত্যু হচ্ছে। এদের মধ্যে রয়েছে, শালিক, দোয়েল, চড়্ইু, বুলবুলি ইত্যাদি। যে কোনও সময় ঘটে যেতে পারে আরও বড় বিপদ। পাখির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে বনবিবি নামে একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পাখির মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়েছে।

এই বিপজ্জনক ট্রান্সফরমার ও বিদ্যুতের তার ঠিক করার জন্য পাইকগাছা পল্লী বিদ্যুতের ডিজিএম মো: ছিদ্দিকুর রহমান তালুকদারকে বিষয়টি অবহিত করেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। ডিজিএম মো: ছিদ্দিকুর রহমান তালুকদার বিষয়টি জেনে পাখির মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে বলেন, লুজ কানেকশন হলে এটা হতে পারে। তিনি তাৎক্ষনিক পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান ও লাইনম্যানদের বাজারের বিদ্যুতের ট্রান্সফরমার ও তার চেক করতে পাঠান। তাৎক্ষিক পদক্ষেপ গ্রহন করায় পাইকগাছা পল্লী বিদ্যুতের ডিজিএমকে সাধুবাদ জানিয়েছে পরিবেশবাদী  সংগঠন বনবিবির কর্মীরা। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)