Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ও মানববন্ধন

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৭:৪০:৫৫ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিসিএস ক্যাডার স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার  সকালে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী জেসমিন মোস্তাফিজ পেশায় একজন শিক্ষিকা। তিনি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত মোস্তফা রাজ্জাকের মেয়ে।

লিখিত বক্তব্যে জেসমিন মোস্তাফিজ বলেন, আমার স্বামী ফকিরহাট উপজেলা মূলঘর এলাকার খন্দকার মাহাবুব হোসেন। তিনি একজন বিসিএস ক্যাডার বর্তমানে খুলনা পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তদন্ত ও অতিরিক্ত দায়িত্বে আর এম এস এ কর্মরত রয়েছেন। ২০০১ সালে মাহবুব এর সাথে তার ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বর্তমানে আমাদের ১৭ বছর ও ১৪ বছর বয়সী সন্তান রয়েছে। বিসিএস ক্যাডার হওয়ার পর থেকে আবু হোসেন আমাকে শারীরিক,মানসিক অত্যাচার ও হেনস্থা করতে থাকে। সে আমার কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে। সংসার বাঁচাতে আমি চার লাখ টাকা লোন তুলে স্বামীর হাতে দিই। এছাড়া স্বামীর নির্যাতন থেকে বাচতে মোটরবাইক কিনে দিই। পরবর্তীতে আবারো নির্যাতন চালালে আত্মীয়-স্বজন ও ভগ্নিপতিদের কাছ থেকে আরো পাঁচ লক্ষ টাকা স্বামীর হাতে তুলে দেই। ২০১১ সালে আমি মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পাওয়ার পর থেকে সংসারে কোন খরচ তিনি দিতেন না। পরবর্তীতে আমি সন্তানদের নিয়ে ফকিরহাটে মূল ঘরের বাড়িতে দারুন অর্থ কষ্টে জীবনযাপন করতে থাকি।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)