Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দুবলার চরে শুটকিতে পচনের শঙ্কা

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৮:১১:২৭ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে দুবলা শুটকি পল্লির শুটকিতে পচন ধরার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে লাখ লাখ টাকা লোকসাত হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। গত ১৫ নভেম্বর রাত থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়। 

শরণখোলা রেঞ্জ অফিস সূত্র জানায়, দুবলা জেলে পল্লিতে এ বছর ১৬ জন বহদ্দার, ৬৪টি ডিপো, ৯৬টি দোকান, ১০৩৫টি জেলেদের থাকার ঘরসহ ১০ থেকে ১১ হাজার জেলে অবস্থান করছে। 

এক বহদ্দার বলেন, প্রতিবছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলাসহ কয়েকটি চর এলাকায় কয়েক হাজার জেলের সমাগম হয়। এখান কোটি কোটি টাকার শুটকি বাজার চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। সরকার এ থেকে দুই থেকে তিন কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।

তিনি বলেন, মেঘ ও বৃষ্টির প্রভাবে দুবলা জেলেপল্লিসহ আশপাশে কয়েকটি চরে শুটকিতে পচন ধরে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হাসান বলেন, লঘুচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ছে। এ অবস্থা ২/৩ দিন অব্যাহত থাকলে শুটকি পল্লিতে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা  রয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও কাজী মো. নুরুল করিম বলেন, যেহেতু লঘুচাপ সৃষ্টির ফলে বৃষ্টির কারণে শুটকিতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)