মাসুদুজ্জামান লিটন, শৈলকুপা (ঝিনাইদহ) : ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের এমপি আব্দুল হাই সম্পর্কে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন হয়েছে। বহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় এক হাইব্রিড নেতার যোগসাজসে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত কিছু নেতা সংসদ সদস্য আব্দুল হাই এর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। স¤প্রতি তারা বেসরকারি একটি টিভি চ্যানেলের সংবাদিককে ঢাকা থেকে এনে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন। ওই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আব্দুল হাকিম আহম্মেদ লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।