(শৈলকুপা) ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপা উপজেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ, মানসম্মত শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) বনি আমিন, থানার ওসি ঠাকুর দাস মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালুসহ শৈলকুপার গণ্যমান্য ব্যক্তিরা।