পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবির আয়োজনে রোববার সকালে নতুন বাজার চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জি এম বাবলুর রহমান, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক ঘোষ, শিক্ষক শংকর চক্রবর্তী, সাবেক ব্যাংকার প্রজিৎ রায়, সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর নির্বাহী সম্পাদক গাজী মো. আব্দুল আলীম। আলোচনা সভায় বক্তৃতা করেন, সাবেক ইউপি সদস্য হায়দার আলী, রাবেয়া আক্তার মলি, অর্থী সরকার, দিপান্বিতা অধিকারী, লতিফা আক্তার তামান্না, লাবিবা আক্তার লোচমি, লিনজা আক্তার মিথিলা, পুষ্পিতা শীল জ্যোতি, গৌতম ভদ্র, শাহিনুর রহমান প্রমুখ।