Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় সড়ক দুর্ঘটনায় ৩ ছাত্রলীগ নেতাকর্মী আহত

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৮:১৭:২৫ পিএম

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: প্রাধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৩ নভেম্বর খুলনার জনসভায় আগমন উপলক্ষ্যে বাগেরহাট সার্কিট হাউজে এক প্রস্তুতি সভায় যোগদান শেষে বাগেরহাট থেকে শরণখোলায় বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। ১০ নভেম্বর রাত দশটার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কদমতলা ছোটহুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায়। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ নভেম্বর খুলনা জনসভায় আগমন উপলক্ষ্যে বাগেরহাট সার্কিট হাউজে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় যোগদান শেষে উপজেলার রায়েন্দা দারুল হেদায়েত উলুম নেছারিয়া সিনিয়র মাদরাসার ছাত্রলীগের সভাপতি সাব্বির জোমাদ্দার ও সংগীয় দুই ছাত্রলীগ কর্মী রনি গাজি ও আকরাম হোসেন মোটর সাইকেল যোগে উপজেলার কদমতলা ছোটহুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় পৌঁছলে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন রাস্তায় সিটকে পড়ে যান। এ সময় তারা গুরুতর আহত হয়। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আকরামের অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকি দুইজন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)