ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ হারুনুর রশিদ বলেছেন, বিএনপি-জামায়াত সারাদেশে অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যাসহ সরকারি সম্পদ ধ্বংস করছে। আওয়ামী লীগ দেশে উন্নয়ন করে আর ওরা তা ধ্বংস করার যড়যন্ত্রে লিপ্ত থাকে। তাদের কোন যড়যন্ত্র এদেশের মানুষ মেনে নেবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে। এটা তাদের সহ্য হচ্ছে না। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সেজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনসভা সফল করার আহবান জানান। রোববার বিকালে ফুলতলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী। সম্মানিত অতিথি ছিলেণ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, শরফুদ্দিন বিশ^াস বাচ্চু, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারেক হাসান মিন্টু, মোজাফ্ফর মোল্যা, খায়রুল আলম, রফিকুল ইসলাম লাবু।