প্রেসবিজ্ঞপ্তি : প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ১ নভেম্বর, আপত্তি ৫ নভেম্বর, শুনানী ও নিষ্পত্তি ৮ নভেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১১ নভেম্বর। মনোনয়নপত্র বিক্রি ১৩ ও ১৪ নভেম্বর, দাখিল ১৬ নভেম্বর, বাছাই ১৮ নভেম্বর, বৈধ মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ ১৯ নভেম্বর, আপত্তি, শুনানী ও নিষ্পত্তি ২০ নভেম্বর, বৈধ মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২১ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ নভেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৩ নভেম্বর। ভোট গ্রহন ৩০ নভেম্বর বৃহস্পতিবার (বিরতিহীন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত)। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. মো: ইসহক, সদস্য রেজাউল করিম ও সদস্য সচিব অ্যাড. শাহরিয়ার বাবু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।