ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনার ফুলতলা উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি ‘বিশেষায়িত পোশাক’র প্রবর্তন করা হয়েছে। নীল রঙের এ পোশাকের শোভা পেয়েছে সরকার ও ভূমি মন্ত্রণালয়ের একটি মনোগ্রাম। শুক্রবার অফিসটির মূল ভবনের সামনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি ) মোহাম্মদ ইউসুফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান।
অনুষ্ঠান বিদায়ী সহকারী কমিশনার (ভূমি ) মোহাম্মদ ইউসুফ বলেন, এই পোশাক পরিহিত ব্যক্তিকে দেখে যে কেউ বুঝতে পারবেন লোকটি ভূমি অফিসে কর্মরত। ফলে ভূমি সেবা সহজলভ্য হবে। ইতিমধ্যে ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় এ ধরণের পোশাক প্রবর্তন হয়েছে। খুলনার মধ্যে ফুলতলা উপজেলায় প্রথম এ ধরণের পোশাক প্রবর্তন হল।
এদিকে, বিকেলে ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি ) মোহাম্মদ ইউসুফকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম প্রমুখ।
বিদায়ী সহকারী কমিশনার (ভূমি ) ফুলতলায় যোগদানের পর সেবা প্রত্যাশীদের বসার জন্য লাল ও সবুজ রঙের ‘গোল ঘর’ এবং মুক্তিযোদ্ধাদের বসার জন্য লাল রঙের ‘বীর মুক্তিযোদ্ধা চেয়ার’ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘বিশেষায়িত পোশাক’ প্রবর্তন করেন।